Colonel Abu Naser Md. Toha, BSP, SGP, afwc, psc (Retd.) served as the President of the Board of Directors of Proyas Chittagong (Proyash Chattogram), an institution for students with special needs located in Chittagong Cantonment from 2010 to 2014 and became particularly familiar with the guardians including the persons with special needs. In this context, for a long time, the guardians of the persons with special needs had been repeatedly requesting him to establish an institution for the persons with special needs – where the persons with special needs could live comfortably and safely even after the death of their parents. In this context, he discussed this issue with Mr. M. Morshed towards the end of 2023 and in his context, through Mr. M. Morshed, he discussed this issue with the guardians of Proyas. He named the organization “Blessed Homes”, and opened a WhatsApp group named “Blessed Homes”, and informed the general public about the matter. He determined the goals, objectives, motto and logo of “Blessed Homes”, and completed writing a draft constitution with Mr. M. M. Morshed. In this context, the 1st preparatory meeting of “Blessed Homes” was held on Friday, January 5, 2024 at “Leaders School and College Chittagong”. In that meeting, the organization’s name, goals, objectives, motto and logo etc. were discussed. In addition, the draft constitution and service rules were reviewed and written, the number of directors and shareholders of the organization, investment rules, account management, bank account opening and audit procedures, etc. were discussed. In addition, the Executive Board of Directors (ED) formed committees on land, housing, education, medical care, property and rights law, etc. and the continuity and priority of the work was determined. At this stage, the sincere involvement of the newly appointed Vice President, Director of Finance and Resources, Mr. Captain (Marine) M Fasihur Rahman and Secretary Mr. (Marine Eng.) Shariful Islam in various significant activities including land purchase is noteworthy. In this situation, an Executive Board of Directors (ED) was formed consisting of the President, Director Finance and Resources, Secretary and the future Chief Executive Officer (CEO) Mr. M. Morshed and all-out efforts were made to realize the dream of “Blessed Homes”. In view of this, the 2nd preparatory meeting of “Based Homes” was organized on Monday, March 25, 2024 at 12:00 AM at Leaders School and College, Chittagong. In that meeting, the issues discussed in the 1st preparatory meeting were reviewed and decisions were taken to move forward. The main topic of discussion in this meeting was to determine the land for “Blessed Homes”. The Executive Directors inspected about 20 lands around Chittagong city and presented a detailed report and determined the land adjacent to Eden Noor School in present Shikarpur, Niamat Ali Road, Najumiahat; Hathazari, Chittagong for “Blessed Homes”. It is also worth mentioning that the 3rd preparatory meeting of “Blessed Homes” was organized on Sunday, October 20, 2024 at 1700 hrs at Leaders School and College, Chittagong. In that meeting, the issues discussed in the previous 2 preparatory meetings were reviewed and a decision was taken to move forward. In that meeting, the master plan or wish list for the purchase of land and the implementation of the project on that land were discussed in detail. A total of 100 Gondas/200 Cents/2 acres of land is planned for the Blessedd Homes where it is planned to construct day care, therapy center, residential hostel, mini hospital, school, research center, college/university, senior citizens residence etc. Due to delay in obtaining the allotted land (about 200 Cents/2 acres), 112.34 percent of the land was purchased . There is a plan to purchase the remaining 87.66 percent of the land for the planned 2 acres in the future. Apart from this, the appointment of officers and employees to start the activities was discussed.
কর্নেল আবু নাসের মোঃ তোহা, বিএসপি, এসজিপি, এএফডবিউসি, পিএসসি (অবঃ) ২০১০ হতে ২০১৪ পর্যন্ত চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত বিশেষচাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াস চট্টগ্রামের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ অভিভাবকগণের সাথে বিশেষভাবে পরিচিত হন। এ প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অভিভাবকগণ তাকে বারংবার অনুরোধ করছিলেন যেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়-যেখানে পিতা মাতার মৃত্যুর পরেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিগণ স্বাচ্ছন্দে এবং নিরাপদে বসবাস করতে পারে। এ প্রেক্ষিতে তিনি ২০২৩ সালের শেষে দিকে তিনি জনাব ম ম মোর্শেদের সাথে এই বিষয়ে আলোচনা করেন এবং তার প্রেক্ষিতে জনাব ম ম মোর্শেদের মাধ্যমে এ বিষয়টি প্রয়াসের অভিভাবকদের নিয়ে আলোচনা করেন। তিনি প্রতিষ্ঠানটির নাম “ব্লেসড হোমস” নির্ধারণ করেন, এবং “ব্লেসড হোমস” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, এবং সর্ব-সাধারনকে বিষয়টি অবগত করেন। তিনি “ব্লেসড হোমস” এর লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শবানী (মটো) ও লোগো ইত্যাদি নির্ধারণপূর্বক জনাব ম ম মোর্শেদ কে দিয়ে একটি খসড়া গঠনতন্ত্র লিখা সম্পন্ন করেন। এ প্রেক্ষিতে ৫ই জানুয়ারী ২০২৪ শুক্রবার “লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম”এ “ব্লেসড হোমস” এর ১ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের নাম, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শবানী (মটো) ও লোগো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া খসড়া গঠনতন্ত্রও চাকুরীবিধি পর্যালোচনা ও লিখন, সংগঠনের পরিচালক ও শেয়ারহোল্ডারদের সংখ্যা, বিনিয়োগের নিয়মাবলি, হিসাব ব্যবস্থাপনা, ব্যাংক একাউন্ট খোলা ও হিসাব-নিরীক্ষা পদ্ধতি ইত্যাদি সর্ম্পকে আলোচনা করা হয়। এছাড়া নির্বাহী পরিচালনা পর্ষদ কর্তৃক জমি, আবাসন, শিক্ষা, চিকিৎসা, সম্পত্তি ও অধিকার আইন ইত্যাদি সর্ম্পকিত কমিটি গঠন করা হয়এবং কাজের ধারাবাহিকতা ও অগ্রগন্যতা নির্ধারণ করা হয়। এ পর্যায়ে নব নিযুক্ত সহ-সভাপতি পরিচালক অর্থ ও সম্পদ জনাব ক্যাপ্টেন (মেরিন) এম ফসিহুর রহমান এবং সচিব জনাব (মেরিন ইঞ্জিঃ) শরিফুল ইসলামেরজমি ক্রয়সহ বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ডে আন্তরিক সম্পৃক্ততা উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে সভাপতি, পরিচালক অর্থ ও সম্পদ, সচিব এবং ভবিষ্যতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ম ম মোর্শেদ এর সমন্বয়ে একটি নির্বাহী পরিচালনা পর্ষদ গঠন করে এবং “ব্লেসড হোমস” নামক স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে এগিয়ে চলা শুরু হয়। এর প্রেক্ষিতে ২৫ মার্চ ২০২৪ ইং সোমবার সকাল ১২০০ ঘটিকায় লিডার্স স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামে “ব্লেসড হোমস” এর ২য় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ১ম প্রস্তুতি সভার আলোচিত বিষয়সমূহের পর্যালোচনা করা হয় এবং সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভার মূল আলোচনা বিষয় ছিল “বেøসড হোমস (ইষবংংবফ ঐড়সবং)”এর জমি নির্ধারণ করা। নির্বাহী পরিচালকগণ চট্টগ্রাম শহরের আশেপাশে প্রায় ২০ টি জমিপরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে বর্তমান শিকারপুর, নিয়ামত আলী রোড, নজুমিয়াহাট; হাটহাজারী, চট্টগ্রাম এর ইডেন নূর স্কুল সংলগ্ন জমিটি “ব্লেসড হোমস” এর জন্য নির্ধারণ করেন। আরো উল্লেখ্য যে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখে রোববার সন্ধা ১৭০০ ঘটিকায় লিডার্স স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামে “ব্লেসড হোমস” এর ৩য় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় পূর্ববর্তী ২টি প্রস্তুতি সভার আলোচ্য বিষয়গুলোর পর্যালোচনা করা হয় এবং সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় জমি ক্রয় এবং উক্ত জমিতে প্রকল্প বাস্তবায়নের মাস্টার প্ল্যান বা উইশ লিস্ট সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। ব্লেসড হোমসের জন্য মোট ১০০ গন্ডা/২০০ শতক/২ একর জমি ক্রয় পরিকল্পনা করা হয় যেখানে ডে কেয়ার, থেরাপি সেন্টার, আবাসিক হোস্টেল, মিনি হাসপাতাল, স্কুল, গবেষনা কেন্দ্র, কলেজ/বিশ্ববিদ্যালয়, সিনিয়র সিটিজেনস রেসিডেনস ইত্যাদি নির্মানের পরিকল্পনা করা হয়। নির্ধারিত জমি (প্রায় ২০০ শতক/ ২ একর) প্রাপ্তি বিলম্বিত হওয়ায় পরবর্তীতে পার্শবর্তি ১১২.৩৪ শতাংশ জমি ক্রয় করা হয়। ভবিষ্যতে পরিকল্পিত ২ একরের জন্য অবশিষ্ট ৮৭.৬৬ শতাংশ জমি ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কার্যক্রম শুরু করার জন্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যাপারে আলোচনা করা হয়।