Motto:
“বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আশীর্বাদ-পুষ্ট জীবন”
“Blessed Life for Persons with Special Needs“
লক্ষ্য (Aim):
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মময়, আনন্দময়, শান্তিপূর্ণ এবং নিরাপদ জীবন যাপনে আবাসনসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
উদ্দেশ্য (OBJECTIVES):
ক। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুষম খাদ্যসহ সকল প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত নিরাপদ আবাসন নিশ্চিতকরণ।
খ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মময় জীবন নিশ্চিতকরন।
গ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আনন্দময় জীবন নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সুবিধাবলি নিশ্চিতকরন।
ঘ। বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন সম্ভাব্য সক্ষম ব্যক্তিদের কর্মময় জীবন নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিতকরন।
ঙ। সংশ্লিষ্ট বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিতকরন।
চ। পিতা-মাতার/অভিভাবকগনের অবর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রদত্ত সম্পদের সুব্যবস্থাপনা নিশ্চিতকরন।
ছ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরন।
জ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সকল ধরনের সেবা নিশ্চিতকল্পে সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ|
ঞ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সকল ধরনের সেবা ও সুযোগ সুবিধা সংক্রান্ত সকল গবেষণা সহায়তা নিশ্চিতকরণ।
স্লোগান (Slogan):
বিশেষ শিশু সৃষ্টিকর্তার বৈচিত্র্যময় দান,
সবার ভালোবাসায় প্রথিবীতে করে নিক স্থান।